আজকাল ওয়েবডেস্ক: ভরা ক্লাসরুম। সকলেরই মন ছিল শিক্ষকের কথা শোনায়। ল্যাপটপ খুলে পড়াচ্ছিলেন ওই শিক্ষক। কয়েকটি দৃশ্য ভেসে উঠছিল বোর্ডেও। মাঝপথেই ঘটল বিপত্তি। ক্লাস চলাকালীন পড়ুয়াদের কাজ দিয়ে, ল্যাপটপে মুখ গুঁজে কিছু একটা দেখছিলেন ওই শিক্ষক। ভুলে গিয়েছিলেন, ল্যাপটপে যা চলছে, তা ফুটে উঠেছে বোর্ডেও। বড় বোর্ডের দিকে পড়ুয়াদের চোখ পড়তেই, রীতিমতো চক্ষু চড়কগাছ। ক্লাস চলাকালীন নীল ছবি দেখছিলেন ওই শিক্ষক!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। তাস্কিনোভো গ্রামের একটি স্কুলের মধ্যে ক্লাসে বসে নীল ছবি দেখার অভিযোগ উঠেছে ৬২ বছর বয়সি রাজিফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে। নীল ছবির দৃশ্য বোর্ডেও ভেসে উঠেছিল বলে অভিযোগ করেছে ক্লাসের পড়ুয়ারা। শিক্ষকের কীর্তি দেখে কেউ যেমন লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল, কেউ আবার ফোনে ভিডিও তুলে রাখে। পরবর্তীতে সেই ভিডিও জমা দেয় প্রধান শিক্ষিকার কাছে।
ক্লাসে ছাত্রদের সামনে বসে শিক্ষকের নীল ছবি দেখার ঘটনাটি ঘিরে রাশিয়ায় শোরগোল পড়েছে। পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ দেখান এই ঘটনায়। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৪০ বছর ধরে ওই শিক্ষক ওই স্কুলে কর্মরত। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ মানতে নারাজ সহকর্মীরাও। এখনও পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়নি বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।
